এম‌পি শা‌হিন চৌধুরীর একান্ত প্রচেষ্টায় উ‌খিয়ায় রেজুখালে ব্রীজ নির্মাণের উদ্যোগ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২

নিজস্ব প্রতি‌বেদক ■ কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং, রাজা পালং ও রত্না পালং ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ রেজুখালে পূর্ব পাইন্যাশিয়া ব্রীজের নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

গত সোমবার ব্রীজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান‌।

স্থানীয় ভুক্ত‌ভোগী জনসাধার‌ণের প‌ক্ষে দী‌নেশ বড়ুয়া ব‌লেন, উ‌নিশ শ একাননব্বই সা‌লের ২৯ এ‌প্রিল প্রাকৃ‌তিক ভা‌বে সৃষ্ট প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও প্রচন্ড জলোচ্ছ্বাসের ফ‌লে তীব্র জোয়ারের আঘা‌তে পূর্ব পাইন্যাশিয়া এ ব্রীজটি বিধ্বস্ত হয়ে পানিতে তলিয়ে যায়।

খা‌লের এপার থে‌কে ওপা‌রে যে‌তে এলাকা বাসীর উ‌দ্যো‌গে কাঠ ও বাঁশের সাকো দিয়ে কো‌নো রক‌মে জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হ‌লেও বি‌শেষ ক‌রে ক‌চিকাচার স্কুলগা‌মি ছাত্রছাত্রী‌দের সীমা‌হিন দু‌র্ভোগ পোহা‌তে হ‌চ্ছে। এসময় প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহিন আকতার চৌধুরীর একান্ত প্রচেষ্টায় বিধ্বস্ত হওয়া ব্রীজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তি‌নি আরও জানান, জলবায়ু পরিবর্তন তহবিলের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রীজটি বাস্তবায়ন করবে।

উ‌খিয়া প্রকৌশল সূত্র জানায়, দৈর্ঘ্য ৯০ ফুট ও প্রস্থ ৫.৫ মিটার এ ব্রীজটির বরাদ্দ ধরা হয়ে‌ছে ৫ থেকে ৬ কোটি টাকা। এবছ‌রে জুন মাসে এ ব্রী‌জের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ব‌ঙ্গোপসাগ‌রের মোহনায় মি‌লিত রেজু খালের উপর এ ব্রীজটি নির্মাণের জন‌্য অ‌ধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে।