ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

এক লাখ রোহিঙ্গার সঙ্গে গণ-ইফতারে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও মুহাম্মদ ইউনূস

যায়েদুর রহমান ; উখিয়া, কক্সবাজার
মার্চ ১১, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক লাখেরও বেশি রোহিঙ্গার সঙ্গে বসে গণ-ইফতারে অংশ নেবেন। সফরের শেষ পর্যায়ে, শুক্রবার এই বিশাল ইফতার আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

সফরের মূল কর্মসূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১১টায় উখিয়ার শরণার্থী শিবির পরিদর্শনে আসবেন গুতেরেস। সেখানে জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) ও অন্যান্য মানবিক সংগঠনের প্রতিনিধিরা তাঁকে শিবিরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন।

পরবর্তী পর্যায়ে রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃবৃন্দ, তরুণ প্রতিনিধি ও নারীদের সঙ্গে পৃথক তিনটি বৈঠকে অংশ নেবেন তিনি। বিকেলে কুতুপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে দিনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন, বিশাল গণ-ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব ও মুহাম্মদ ইউনূস।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সফরকে কেন্দ্র করে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সফরকালীন পুরো নিরাপত্তা সমন্বয় করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF)। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে থাকবে ক্যাম্পের নিরাপত্তা, আর কক্সবাজার বিমানবন্দর থেকে শরণার্থী শিবির পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্বের নজর উখিয়ার দিকে

বিশ্ব সম্প্রদায়ের নজর এখন উখিয়ার দিকে। এই গণ-ইফতার শুধু রোহিঙ্গা সংকটের মানবিক দিক তুলে ধরবে না, বরং আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম ও সহযোগিতার ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। গুতেরেস ও ইউনূসের এই সফর রোহিঙ্গাদের মানবাধিকার ও টেকসই সমাধান খুঁজে বের করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।