এএসপি আনিসুল হত্যা: মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে পুলিশ

সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম হত্যার ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে এই মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, কমিশনের বিনিময়ে ডা. আব্দুল্লাহ সরকারি হাসপাতাল থেকে রোগী বেসরকারি হাসপাতালে পাঠাতেন। আনিসুল করিমকে তিনিই মাইন্ড এইড হাসপাতালে পাঠিয়েছিলেন। ইতিমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তার ১০দিনের রিমান্ড আবেদন করবে।
( সীমান্তবাংলা/ শা ম/ ১৭ নভেম্বর ২০২০)