ইবনে যায়েদ ০ কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের অধিনে হলদিয়াপালং ইউনিয়ন শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির এক বর্ধিত সভা আজ শনিবার (১৪অক্টোবর ) অনুষ্টিত হয়েছে।
হলদিয়াপালং মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় এ সমাবেশে সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাহাবুব আলম চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেতাও কবি আদিল উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক
এডভোকেট জমির উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলদিয়া পালং ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু,
ইসকান্দর মির্জা চৌধুরী, ফরিদুল আলম, রিয়াজুল হক রিয়াজ, কাজি আক্তার উদ্দিন টুনু, আলী আহাম্মদ, গিয়াস চৌধুরী সহ তৃণমুল ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।