মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় মাইক্রোবাস-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক মাহমুদ হাসান নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আরও এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছে।
রোববার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পাটধারী কালভার্ট সংলগ্ন এ সড়ক দুর্ঘটনায় ঘটে। নিহত মাহমুদ হাসান উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা উত্তরপাড়া গ্রামের আব্দুস ছোবাহান আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি) এম এ ওয়াদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সময় দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।