সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ব্যবসায়ীকে হত্যার পর ট্রাকসহ লিচু ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঘটনার তিন দিন পর শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।
গ্রেপ্তাররা হলেন- নাটোর সদর উপজেলার দিয়া সাতুরিয়া গ্রামের সাইদুর রহমান (২৮), একই উপজেলার গাজীপুর গ্রামের আজিজুল হক (৪৮), কাঠালবাড়িয়া গ্রামের মোজাম্মেল হক (৪৫), বড় বাড়িয়া গ্রামের মতিউর রহমান (৪৩), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি গ্রামের উজ্জ্বল হোসেন (৩৪), টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুটিবাড়ি চাঁনপুর গ্রামের সুজন মিয়া (২৯)।
নিহত লিচু ব্যবসায়ী আব্দুল গাফ্ফার নাটোরের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন বলেন, “মঙ্গলবার মধ্যরাতে আব্দুল গাফ্ফার পাবনার দাশুরিয়া এলাকায় থেকে লিচু কিনে অপর এক ব্যবসায়ীর সঙ্গে ট্রাকে করে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। ওই ট্রাকে গরু ব্যবসায়ী পরিচয়ে আরও ছয় থেকে সাতজন ছিলেন।
“রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি নাটোরের কাঁচিকাটা টোলপ্লাজা পার হওয়ার পর গরু ব্যবসায়ী পরিচয় দেওয়া ব্যক্তিরা দুই লিচু ব্যবসায়ীর হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারধর করেন। পরে তাদের মৃত ভেবে তারা উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় মহাসড়কের পাশে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।”
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া থানা পুলিশ গাফ্ফারকে মৃত এবং হেলাল উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে বলে জানান অতিরিক্ত ডিআইজি।
তিনি বলেন, এ ঘটনায় হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করেন। মামলাটি ছায়া তদন্তের সময় ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারদের উল্লাপাড়া থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।