ঢাকাশুক্রবার , ২৯ এপ্রিল ২০২২
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া থানা পুলিশ ও র‌্যা‌বের অভিযা‌নে ইয়াবা সহ আটক দুই

News Desk
এপ্রিল ২৯, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোস‌লেহ উ‌দ্দিন উ‌খিয়া : বুধবার, ২৭ এ‌প্রিল দুপুরের সময় উখিয়া থানা পুলিশ মাদক বিরোধী অ‌ভিযা‌নে উখিয়া থানা এলাকার রত্নাপালং ইউনিয়‌নের চাকবৈঠা গ্রা‌ম হ‌তে আলী আহমদের ছে‌লে আবদুল আলম(২৭) না‌মে ১জনকে আটক করা হ‌য়ে‌ছে।

উ‌খিয়া থানার উপ প‌রিদর্শক ম‌নিরুল ইসলাম জানায়, আটককৃত আসামীর নিকট ৭হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে একজন মাদক চোরাচালানী ব‌লে স্বীকার ক‌রে‌ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে এক‌টি মামলা রুজু করা হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে কক্সবাজারের র‌্যাব ১৫ এর অ‌ভিযা‌নিক দল উখিয়ার ঘাট এলাকা হ‌তে একলাখ পিচ ইয়াবা সহ অপর একজন‌কে আটক করে‌ছে।
মঙ্গলবার, ২৬ এ‌প্রিল র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় লোক উখিয়া থানাধিন উখিয়ারঘাট এলাকার বাংলা‌দেশ মিয়ানমার মৈত্রী সড়কের পাশে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। র‌্যাব সদস‌্যরা ওই স্থানে পৌঁছালে ইয়াবা ব‌্যবসায়ী বুঝতে পে‌রে পালানোর চেষ্টাকালে মোঃ এহেছানুল করিম (৩০) না‌মে অপর একজন‌কে আটক কর‌তে সমর্থ হয়।

র‌্যাব সুত্র জানায়, তার দখল থে‌কে ১লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে পালংখালী রহম‌তের বিল এলাকার আবুল কাশেমের পুত্র। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উ‌খিয়া থানায় এক‌টি মামলা রুজু করা হ‌য়ে‌ছে।

উ‌খিয়া থানার অ‌ফিসার ইনচার্জ (তদন্ত) গা‌জি সালাহ উ‌দ্দিন ব‌লেন, পু‌লিশ র‌্যাব বি‌জি‌বি প্রত্যেক‌টি ফোর্স মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে স‌ক্রিয়। এলাকার স‌চেতনমহল এ বিষ‌য়ে সহ‌যো‌গিতা কর‌লে এলাকায় মাদক নির্মুল করা কো‌নো ক‌ঠিন কাজ নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।