
নিজস্ব প্রতিবেদকঃ গতো ১৬ অক্টোবর ২০২০ তারিখে উখিয়া ডেভেলপমেন্ট এসোসিয়েশন (UDA) গঠনকল্পে উখিয়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে একসভা বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ অধ্যাপক নূরুল আমিন সিকদার ভূট্টোর সভাপতিত্বে ও আবুল হাসেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক এ,কে,এম নূরুল বশর ভূঁইয়া ( সুজন), সুলতান মাহমুদ চৌধুরী, জুলফিকার আলি ভূট্টো, কফিল উদ্দিন আনু, নজরুল ইসলাম,,মাষ্টার শাহ আলম, প্রেস ক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, সাধারণ সম্পাদক কামরুদ্দিন মুকুল,এ,কে,এম নূরুল হুদা ভূঁইয়া, এডভোকেট মাহতাব সামীর সায়েম, মোস্তফা কামাল, জাহিদুল ইসলাম বাবু, মোহাম্মদ ফারুক হোসাইন, আবু তাহের, জি এম রহিম উল্লাহ প্রমূখ।
সভায় উপস্থিত বক্তারা উখিয়ায় এ ধরনের একটি সমাজ সংস্কার মূলক সংগঠন করার বিষয়ে একমত পোষণ করেন।
সভায় অধ্যাপক নূরুল আমিন সিকদার ভূট্টো কে সভাপতি, অধ্যাপক এ, কে,এম নূরুল বশর ভূঁইয়া ( সুজন) কে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক হিসাবে আবুল হাসেম এবং অর্থ সম্পাদক হিসাবে সুলতান মাহমুদ চৌধুরী কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। বাকি অন্যান্য পদসমুহ সিনিয়র নেতৃবৃন্দরা পর্যালোচনা করে পুনর্বিন্যাস করা হবে বলে জানা গেছে।
( সীমান্তবাংলা/ শা ম/ ১৭ অক্টোবর ২০২০)