প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২০ , ২:০৫:১২ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়ন প্রকল্পের শীতার্ত মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার সময় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন।
উপজেলায় সরকারিভাবে কিছু কিছু শীতবস্ত্র বিতরণ করলেও এনজিও/বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের কোন খবর পাওয়া যায়নি।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহ এবং শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই তাদের কষ্ট কিছুটা হলেও কমানোর জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
( সীমান্তবাংলা/ শা ম/ ২৫ ডিসেম্বর ২০২০)