কক্সবাজার

উখিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ আটক-১

  প্রতিনিধি ৬ জুলাই ২০২১ , ২:৪৫:২৬ প্রিন্ট সংস্করণ

 

এম.এ.রহমান সীমান্ত ,উখিয়া;

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর একটি দল। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭,৯৫০ পিস ইয়াবা। সোমবার (৫ জুলাই) রাতে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৭)।সে টেকনাফের বাহারছড়ার ৩ নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার মো: হাসানের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

র‍্যাব-১৫ এর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে উখিয়ার পালংখালী বাজারের পূর্ব পার্শ্বে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল রাত অনুমান সাড়ে ১১টারদিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধৃত করে। এ সময় তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

সীমান্তবাংলা / ৬ জুলাই ২০২১

আরও খবর

Sponsered content