ঢাকামঙ্গলবার , ৬ জুলাই ২০২১
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ আটক-১

News Desk
জুলাই ৬, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

এম.এ.রহমান সীমান্ত ,উখিয়া;

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর একটি দল। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭,৯৫০ পিস ইয়াবা। সোমবার (৫ জুলাই) রাতে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৭)।সে টেকনাফের বাহারছড়ার ৩ নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার মো: হাসানের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

র‍্যাব-১৫ এর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে উখিয়ার পালংখালী বাজারের পূর্ব পার্শ্বে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল রাত অনুমান সাড়ে ১১টারদিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধৃত করে। এ সময় তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

সীমান্তবাংলা / ৬ জুলাই ২০২১

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।