শফিউল শাহীনঃ কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গোরাইয়ার দ্বীপ এলাকায় দুর্বৃত্তরা হাজী মোজাফফর আহমদ নামের এক কৃষকের জমির তিত করোলা, লাউ এবং বেগুন ক্ষেত কেটে বিনষ্ট করেদিয়েছে।
এ ঘটনায় হাজী মোজাফফর আহমদ বাদী হয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, গত ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টার সময় ঘটনা ঘটেছে।
গ্রামবাসীরা জানান, দীর্ঘ ২৫ বছর যাবৎ হাজী মোজাফফর আহমদের সত্ব দখলীয় অনুমানিক ১২ কানি জমিতে প্রতি বছর তিত করোলা বেগুন আলু মরিচ ইত্যাদি সহ বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি চাষ করে আসছে।
চলতি মৌসুমেও প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে এসব সবজি চাষাবাদ করে।
অভিযোগে প্রকাশ, পার্শ্ববর্তী এলাকা খুনিয়াপালং ইউনিয়নের আমানত উল্লাহ, সৈয়দ আলম, মীর আহমদ, কবির আহম্মদ, জমির আহমদ সদাগর, জাহাঙ্গির আলম, মাহমুদুল হক, ওবায়দুল হক, ফজর করিমাসহ ৪০ থেকে ৪৫ জন মিলে সবজি খেতে ডুকে ধারালো দা দিশে তান্ডব লীলা চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি করেছে।
এদিকে অভিযোগের সূত্র ধরে স্থানীয় জনপ্রতিনিধি এম মনজুর আলমসহ উখিয়া থানা পুলিশের একটি টিম সরোজমিনে পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বেন।
স্থানীয় জনপ্রতিনিধি এম. মনজুর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন কৃষির উপর গুরুত্ব দিয়ে দরিদ্র মুক্ত উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছে ঠিক ওই সময়ই কিছু স্বার্থন্বেষী মহল এর বিপরীতে কাজ করছে। ওইসব দূর চরিত্রের মানুষগুলোর বিরুদ্ধে শৃঙ্খলা বাহিনীর সুনজর দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
( সীমান্তবাংলা/ ২৩ ডিসেম্বর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply