ঢাকাবুধবার , ৩০ ডিসেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় সওজের জায়গায় স্থাপিত অবৈধ সী-লাইন কাউন্টার বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

News Desk
ডিসেম্বর ৩০, ২০২০ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

 

এম, শহীদ উখিয়া থেকেঃ 

কক্সবাজারের উখিয়ায় সড়ক ও জনপদ বিভাগ (সওজ)’র জায়গার উপর অবৈধ ভাবে কাউন্টার স্থাপন করে সড়কে যানজট সৃষ্টির দায়ে উখিয়া সী-লাইন ও কক্স লাইন কাউন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯শে ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেইটের বিপরীতে অবস্থিত কাউন্টারে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিমুল এহসান খান।

জনগুরুত্বপূর্ণ কক্সবাজার-টেকনাফ সড়কে যানজট নিরসনে কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও অবৈধভাবে গড়ে উঠে এ কাউন্টারটি। যার ফলে প্রতিনিয়ত উপজেলা পরিষদ গেইট সংলগ্ন সড়কে উপর দীর্ঘ যানজট সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, উপজেলা পরিষদে গেইটের পাশে কাউন্টার করে গাড়ি পার্কিং করায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে থাকে৷ যার অপরাধে দুপুরে অভিযান চালিয়ে জনসাধারণের সামনে কাউন্টার বন্ধ করে লাইনম্যান জামালকে আটক করা হয়।পরে তাকে ও সড়কের উপর গাড়ি পার্কিং এর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে যানজট সৃষ্টি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।তিনি আরো জানান,ভবিষ্যতে সড়কের উপর গাড়ি রেখে যানযট সৃষ্টি করা হলে সি-লাইন ও কক্স-লাইন চালকদের আটক করে জেলে পাঠানো হবে।

( সীমান্তবাংলা/ ৩০ ডিসেম্বর ২০২০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।