ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী আটক 

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ১৩, ২০২৪ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিন (২৪) কে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। গত সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক সৈয়দুল আমিন ক্যাম্প-১৮ এর ব্লক-এল/১৮ এর বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৭ ব্লকে আরসার একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ এবং পকেটে থাকা ২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, সৈয়দুল আমিনের বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ ২টি পুলিশ এসল্ট মামলাও রয়েছে। আটককৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।