উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিন (২৪) কে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। গত সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক সৈয়দুল আমিন ক্যাম্প-১৮ এর ব্লক-এল/১৮ এর বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৭ ব্লকে আরসার একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ এবং পকেটে থাকা ২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, সৈয়দুল আমিনের বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ ২টি পুলিশ এসল্ট মামলাও রয়েছে। আটককৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।