নুরুল ইসলাম বিজয়, উখিয়া।
বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) কক্সবাজার এর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার ২২ সেপ্টেম্বর সকাল ৯টায় কক্সবাজারের ইনানী রয়েল রিসোর্ট কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত দুই ব্যাচে ৪দিন ব্যাপী দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডিসি মোঃ জাহিদ ইকবাল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, আমেরিকান রেডক্রস প্রতিনিধি ওবায়দুল হক মুন্না, বাংলাদেশ রেড ক্রিসেন্টে প্রতিনিধি আব্দুস সামাদ।
কক্সবাজার জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডিসি মোঃ জাহিদ ইকবাল, বক্তব্যে উল্লেখ করে বলেন, কক্সবাজার বাসী অত্যন্ত ভাগ্যবান, কারণ তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট থেকে দুর্যোগ সম্পর্কীত অনেক প্রশিক্ষণ পাচ্ছে, দুর্যোগ সম্পর্কে জানতে পারছে, তিনি আরো বলেন উখিয়া উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সচিবদের এধরণের প্রশিক্ষণ দেওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্টকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত সদস্য সচিবদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন রেড ক্রিসেন্ট কক্সবাজার এর কর্মকর্তা রুবেল, সাব্বির প্রমুখ।
উল্লেখঃ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্টের বাস্তবায়নে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। ওয়ার্ড পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠীর ঝুঁকি বিশ্লেষণ কার্যক্রম সম্পন্ন করেছে এবং ঝুঁকি বিশ্লেষণ এর ভিত্তিতে প্রতিবেদনও প্রস্তুত করেছে।