মুসলিম উদ্দীনঃ উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধুঘোনা এলাকায় নেই কোন প্রশাসনের অভিযান। উক্ত এলাকার স্হানীয় কিছু মানুষের বিরুদ্ধে পাহাড় কর্তনের অভিযোগ পাওয়া গেছে। পাহাড় কাটার মাটি পড়ে আশপাশের কৃষি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে এবং নষ্ট হচ্ছে পরিবেশ।
হলদিয়া পালং’র মধুঘোনায় প্রায় অর্ধ মাস ধরে নির্বিঘ্নে পাহাড় কাটা হচ্ছে। (পাহাড় কাটায় নেতৃত্ব দিচ্ছেন কারা..?) উক্ত এলাকার স্থানীয় কয়েকজন লোক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন নুর আহমদের পুত্র ছলিম উল্লাহ, করিম উল্লাহ, আমান উল্লাহ, এবং গাড়ীর মালিক হলদিয়ার ৬নং ওয়ার্ডের ডাকোয়া পাড়ার গোরা মিয়ার ছেলে উলা মিয়া ও ভিজিবি চেক পোস্টের শফি আলমের ডাম্পার গাড়ী দ্বারা প্রায় ১০-১২ জন শ্রমিক দিয়ে প্রতিনিয়ত পাহাড় কর্তন করে পরিবেশ ভারসাম্য নষ্ট করা হচ্ছে।
জানা গেছে, বিট কর্মকর্তা ওই এলাকায় অভিযানে গিয়ে তাদেরকে পাহাড় কর্তন না করার নির্দেশ দিলেও থেমে নেই পরিবেশ বিধ্বংসী পাহাড় নিধন।
স্থানীয়রা জানান পাহাড় কাটার ফলে সম্প্রতি অনেক কৃষি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে, রাস্তা নষ্ট হচ্ছে। পাহাড় নিধনকারীরা প্রভাবশালী হওয়ায় কৃষকদের কোন কথায় তারা পাত্তা দেয়না। উল্টো এসব নিয়ে কথা বললে বিভিন্ন হুমকি ধমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উখিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারন।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান-পাহাড় নিধনকারিদের কোনভাবেই ছাড় দেয়া হবে। এজন্য শীগ্রই অভিযান পরিচালনা করা হবে।
(সীমান্তবাংলা/ শা ম/ ১৪ অক্টোবর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply