নিজস্ব প্রতিবেদকঃ উখিয়ার মুল সড়কের জ্যাম এখন ষ্টেশন ছাড়িয়ে বাজারের ভেতর। সরেজমিনে গিয়ে দেখা গেছে গতো ৪/৫ দিন ধরে উখিয়া বাজারের পথচারী চলাচলের সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। যার কারনে বাজারের ভেতর ও প্রতিদিন প্রচুর জ্যামের সৃষ্টি হচ্ছে। মুল সড়কে অতিরিক্ত জ্যামের কারনে তারা বিকল্প সড়ক হিসেবে উখিয়া বাজারের সড়ক ব্যবহার করছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন চালক। তবে এতে করে উখিয়া দারোগা বাজারে বসবাসকারী বেশিরভাগ জনসাধারন ও পথচারী চলাচলে বিভিম্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। শুধু তাই নয়, অপরিকল্পিত এসব যানবাহন চলাচলের কারনে যে কোন মুহুর্তে বাজারে বসবাসকারী পরিবারের সদস্যরা তাদের সন্তানদের দুর্ঘঠনায় পতিত হওয়ার শংকায় ভুগছে। এমন পরিস্থিতিতে বাজারের সড়কে যানবাহন চলাচল বন্দ্বে প্রশাসনের জোরালো হস্থক্ষেপ কামনা করেছেন উখিয়া বাজারের বাসিন্দারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।