বিবিধ

উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকায় বাস ও টমটমের মুখোমুখী সংঘর্ষে,নিহত-২ 

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১ , ৮:২৯:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ 

আজ (১২-জানুয়ারী),মঙ্গলবার, ভোর ৬ঃ০০ ঘটিকার সময়, উখিয়া কাস্টম টিভি টাওয়ার এলাকার পাহাড়ের ঢালুতে টেকনাফ মুখী সেন্টমার্টিন সার্ভিসের সাথে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটমের যাত্রী ও ড্রাইভারসহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

তৎমধ্যে হাসপাতালে নেওয়ার পথে ২জন মারা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আহতদের তৎক্ষনাৎ বাংলাদেশ রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দিতে নেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

( সীমান্তবাংলা/ শা ম/ ১২ জানুয়ারী ২০২১)

আরও খবর

Sponsered content