রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
কক্সবাজার আদালতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুকের মামলা! মিয়ানমারে বন্যায় মৃ’তের সংখ্যা বেড়ে ৭৪ জন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন গাজায় যুদ্ধ শেষে ইসরায়েলের উপস্থিতি মেনে নিবে না ইউএই বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক কক্সবাজারে ২০ হাজারের অধিক মানুষ পানিবন্ধি, ৬ জনের প্রাণহানি! কক্সবাজারে বৃষ্টির রেকর্ড ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের মৃ’ত্যু কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃ’ত্যু প্রতিষ্টাতা কমিটির উদ্যোগে রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত 
উখিয়ার আলোচিত মাহবুব হত্যা মামলার অন্যতম আসামী কাজল গ্রেফতার

উখিয়ার আলোচিত মাহবুব হত্যা মামলার অন্যতম আসামী কাজল গ্রেফতার

সীমান্তবাংলাঃ উখিয়ার বহুল আলোচিত মাহবুব হত্যা মামলার অন্যতম আসামী ও এলাকার কুখ্যাত সন্ত্রাসী ইমাম হোছন কাজল (৩০) অবশেষে পুলিশের জালে আটকা পড়েছেন।

২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় পশ্চিম দরগাহবিল গ্রামের মৃত হাজী পেটান আলীর বাড়ি ঘেরাও করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জিনা আক্তারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম একদল পুলিশ তাকে আটক করে। ধৃত ব্যক্তি উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহবিল গ্রামের চিহ্নিত অপরাধী নজির আহমদের পুত্র।
২০১৯ সালের ৩০ নভেম্বর রাত ১১টার সময় দরগাহবিল গ্রামের প্রবাসী গুরা মিয়ার ছেলে নিরহ টমটম চালক মাহবুব আলমকে
(৩০) কে অপহরণ পুর্বক বেধড়ক মারধর করে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

এ হত্যাকান্ডের ঘঠনায় নিহতের মাতা রাজিয়া বেগম বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। উখিয়া থানার মামলা নম্বর ০১ তারিখ- ০১/১২/২০১৯, ধারা :৩০২/২০৪। জি,আর ৫৮৮/২০১৯। ইতোপূর্বে মামলার আরেক আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে কোর্টে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

এলাকাবাসীরা জানান, মাহবুব হত্যার আসামীরা ঘটনার পর পর কয়েক মাস পলাতক থেকে সম্প্রতি এলাকায় ফিরে এসে আবার নানান অপরাধ সংঘটিত করে চলেছে। প্রতিদিন, চুরি, ডাকাতি, ইয়াবা ছিনতাইসহ সন্ত্রাস করে বেড়াচ্ছে। সন্ত্রাসী বাহিনীর মুল গডফাদার বেলাল বাহিনীর প্রধান কানা বেলাল।

এ বাহিনীর রয়েছে ১৯ টি কিরিচ, ২টি অবৈধ অস্ত্র, চুরি ও ধারালো হরেক রকম অস্ত্র ভান্ডার। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, খুন, ধর্ষণ, চুরি,ডাকাতি, জবর দখল, সন্ত্রাসী হামলাসহ ১৮ টি মামলা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জিনা আক্তার সাংবাদিকদের বলেন,মাহবুব হত্যার অন্যতম আসামী কানা বেলালসহ সব আসামীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া দরগাহবিল এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

সীমান্তবাংলা / শা ম/ ২৪ সেপ্টেম্বর ২০২০

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions