সীমান্তবাংলা ডেস্ক:
উখিয়ায় থানা রাস্তার মুখে সন্ত্রাসি হামলায় মো: ইসমাইল নামে এক কমপিউটার রাইটার গুরুতরভাবে আহত হয়েছে। সে রাজাপালং পশ্চিম ডিগলিয়া গ্রামের বাসিন্দা জাফর আলমের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার, ১৬ মে বেলা ২টার দিকে একই ইউনিয়নের হাজিরপাড়া এলাকার ইসলাম চৌকিদারে ছেলে আবুইয়া কমপিউটার দোকানে এসে কম্পোজের কাজ করতে বলে। তার আচরণে অস্বিকৃতি জানালে সে উত্তেজিত হয়ে অশালিন গালমন্দ ব্যাহার করে। একপর্যায়ে কিল-ঘুষি মেরে হাতে লাঠি নিয়ে ইসমাইলের মাথায় আঘাত করে। এসময় উপস্থিত লোকজন এসে পড়লে সন্ত্রাসি আবুইয়া দৌড়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শিরা জানান, জখমির মাথায় রক্ত দেখে তড়িঘড়ি করে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উখিয়া থানার থানার অফিসার ইনচার্জ জানান, জনৈক আবুইয়ার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।