কক্সবাজারের উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলে এক বন্যহাতির রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জুমছড়ি বড়খাল এলাকায় হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন।
বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতিটির দেহ থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, গুলির আঘাতেই প্রাণ হারিয়েছে হাতিটি।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম বলেন, “সুরতহাল রিপোর্টের সময় হাতিটির শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বিশেষজ্ঞ দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। বনবিভাগ সূত্র জানিয়েছে, মৃত হাতিটি এশীয় প্রজাতির এবং আনুমানিক বয়স ৩৫ বছর।
এখনো স্পষ্ট নয়, কার গুলিতে এই বন্যহাতির মৃত্যু হয়েছে। তবে দোষীদের শনাক্ত করতে বনবিভাগ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।