
এম.কলিম উল্লাহ,উখিয়াঃ উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমঁখা ক্লাসপাড়ার মরহুম হায়দার আলী সিকদারের ৩য় পুত্র সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওলানা এজাহারুল হক (৮৯) আজ ভোর ৬.১৫ মিনিটে সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র , ৬ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ বিকাল ৪.৩০ ঘটিকার সময় রুমঁখা ক্লাসপাড়া তালগাছ তলা কবরস্থানের মাঠে মরহুমের নমাজের জানাজা অনুষ্ঠিত হবে।
( সীমান্তবাংলা/ শা ম/ ১৯ নভেম্বর ২০২০)