প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ১০:১৭:২৪ প্রিন্ট সংস্করণ
এম.কলিম উল্লাহ,উখিয়াঃ উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমঁখা ক্লাসপাড়ার মরহুম হায়দার আলী সিকদারের ৩য় পুত্র সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওলানা এজাহারুল হক (৮৯) আজ ভোর ৬.১৫ মিনিটে সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র , ৬ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ বিকাল ৪.৩০ ঘটিকার সময় রুমঁখা ক্লাসপাড়া তালগাছ তলা কবরস্থানের মাঠে মরহুমের নমাজের জানাজা অনুষ্ঠিত হবে।
( সীমান্তবাংলা/ শা ম/ ১৯ নভেম্বর ২০২০)