
ওমর ফারুক উখিয়া
কক্সবাজারের উখিয়ার দক্ষিণে ২০২০ সালে প্রতিষ্টিত মহিলাদের কুরআনি দ্বীনি শিক্ষা প্রতিষ্টান, পালংখালী ইউনিয়ন এর থাইংখালী জামতলী এলাকায় অবস্থিত, হজরত আয়েশা ছিদ্দীকা রা.মহিলা হিফ্জ খানা ও এতিম খানায়,মহিলা হিফজ বিভাগে বিশেষ আসনে ভর্তি চলছে।
বর্তমানে ৪৫ জন ছাত্রী, শিক্ষিকা ২জন, ২০২১সালে হিফ্জ সমাপ্তি সংখ্যা ৫ জন ২০২২ সালে হিফ্জ সমাপ্তি সংখ্যা ৫জন।
এছাড়া বর্তমান মাদ্রাসা বড় হওয়ায় আরো ৪০ জন ভর্তির আসন খালি রয়েছে। আরো দুইজন দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকার ব্যবস্তা রয়েছে।
মাদ্রাসার আসনে দূর থেকে আসা ছাত্রীদের সুযোগ সুবিধা ও এতিমদের বিনামূল্যে ও সম্পূর্ণ পর্দা সহকারে পাঠদান এর ব্যবস্থা রয়েছে ।
ভর্তিচ্ছুক আগ্রহী ছাত্রীদের অবিভাবকের মাদ্রাসার অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন আয়েশা ছিদ্দীকা রা.মহিলা হিফ্জ খানা ও এতিম খানার প্রধান পরিচালক মাওলানা সেলিম।
ভর্তির কার্যক্রম চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।
মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 01575-161993:01846-525038:01857621831