
নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার কুতুপালং বাজারে খাদ্যের এক বিশাল সম্ভার নিয়ে ফিতা ও কেক কেটে শুভ উদ্ভোধন হল আধুনিক মিষ্টি বিপনী”মিষ্টি বন” কুতুপালং শাখা।
শুক্রবার(১০ মার্চ ) বাদ জুমার উখিয়া উপজেলার কুতুপালং বাজারে’র ছমিউদ্দিন মার্কেটের নিচ তলায় অভিনব মিষ্টি বিপনী”মিষ্টি বন” কুতুপালং বাজার শাখার ফিতা কেটে উদ্ভোধন করেন রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, কুতুপালং বাজারের ছমিউদ্দিন মার্কেটের স্বত্বাধিকারী এডভোকেট ছমিউদ্দিন, প্রবিণ রাজনীতিবদি বাদশা মিয়া চৌধুরী, মিষ্টি বনের ব্রান্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন, কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জানে আলম জানু, সহ-সভাপতি জাফর আলম (সও:), সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (সও:), যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম (সও:), সুমন (সও:), মফিজ(সও:) প্রমূখ।
এসময়” মিষ্টি বন” কুতুপালং শাখার স্বত্বাধিকারী এরশাদুল হকে’র পক্ষের বড় ভাই ইব্রাহীম, ওবাইদুল হকসহ প্রতিষ্ঠানের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।