
নুরুল ইসলাম বিজয়, উখিয়া
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে
দুর্বৃত্তরা গুলি চালিয়ে এক রোহিঙ্গা শরণার্থীকে হত্যা করে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ২০২২খ্রিঃ আনুমানিক ভোর ৫ :১০ ঘটিকার সময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক শরনার্থী ক্যাম্প ১২, এইচ/১৪ ব্লকের সাব মাঝি মোঃ সাহাব উদ্দিন (৩৫) কে ৬/৭ জন দুষ্কৃতিকারী সন্ত্রাসী মাঝির বসতি ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে তার বুকে গুলি ও কুপিয়ে ক্যাম্প ১৮ এর দিকে চলে যায়, নিহত সাব মাঝি ঘটনা স্থানে মৃত্যু বরন করে।
উখিয়া থানার তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে কাউকে গ্রেফতার করা হয়নি, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত সাব মাঝি সাহাব উদ্দিন (৩৫) ক্যাম্প ১২, ব্লক এইচ /১৪ এফসিএন ১৯৮৫২৬ এর মনির আহম্মদ এর ছেলে।