ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আইওএম-এনরুট কর্মী‌দের চারদফা দাবী 

News Desk
ডিসেম্বর ৭, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোস‌লেহ উদ্দিন উখিয়া ● উখিয়া-টেকনাফের (কক্সবাজার) শরণার্থী ক্যাম্পে ইন্টারন্যাশনাল অভিবাসন সংস্থার অধিনস্ত ছয়টি প্রজেক্টে কর্মরত প্রায় ৬ শতাধিক এনরুট রিক্রুইটম‌্যান কর্মীরা ৪ দফা দাবীতে কর্মবিরতি পালন করেছে।

কর্মরি‌তি কর্মীরা জানান, ২০১৭ অ‌ক্টোব‌রে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে আইওএম বৃহৎ পরিসরে কার্যক্রম শুরু করে। সে সুবা‌দে আইওএম’র মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে কর্মী নিয়োগ প্রক্রিয়া ও চলমা‌নের ৬ মাস পর আইওএম কর্মীদের এনরুট ইন্টারন্যাশনাল’র অধিনে চুক্তিবদ্ধ করে। চুক্তিবদ্ধের পর থেকে প্রায় ৬ শতাধিক কর্মী আইওএম’র অধিনে বি‌ভিন্ন প্রজেক্ট কর্ম সম্পাদন আসছে। গত সাড়ে ৭ বছর বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করেনি এনরুট-আইওএম।

এমন প‌রি‌স্থি‌তি‌তে ৬ শতাধিক কর্মীরা বিভিন্ন সময় এনরুট-আইওএম’র উপরস্থ কর্মকর্তাদের বেতনভাতা বৃদ্ধিসহ ৪ ‌মৌ‌লিক দাবি জা‌নি‌য়ে আসলেও কোনই সন্তোষজনক জবাব দি‌চ্ছেনা  কর্তৃপক্ষ।

প্রসঙ্গত: বর্তমানে দৈনন্দিন বাজারে নিত‌্যপন‌্যসহ প্রভৃ‌তি প্রয়োজনীয় ব্যবহার সামগ্রীর ক্রয়ক্ষমতার বাইরে র‌য়ে‌ছে। যেকার‌ণে কর্মরত কর্মী‌দের স্বাভা‌বিক জীবনধার‌ণে হিমসীম অবস্থা বিরাজ কর‌ছে। স্কল্প বেত‌নের এই কর্মী‌দের প‌রিবা‌রে ঘা‌নি টান‌তে দু:সহ হ‌য়ে‌ উঠে‌ছে। সে বিবেচনায় বেতন ও তৎসমূহ প্রাপ্য দাবী নিয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার আলোচনা করেও সমাধান না পাওয়াতে আইওএম-এনরুট এর ৬ ডিপার্টমেন্টের ৬ শতা‌ধিক কর্মী গত ১৬ নভেম্বর থেকে শান্তিপূর্ণ কর্ম বিরতি পালন করে আসছে।

এপর্যন্ত আইওএম-এনরুট’র পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া‌তে ৪ দফা দাবিতে ধারাবা‌হিক  আন্দোলন ও মানববন্ধন অব‌্যাহত র‌য়েছে। কর্মবিরতি পালনরত কর্মীরা আরও জানান, ডি‌সেম্ব‌রের ৩০ তা‌রিখ মেয়াদ কা‌লে আগে ন‌ভেম্বরে   টার্মিনেশন লেটার পাঠিয়ে চাক‌রি ছাটাই নি‌শ্চিত ক‌রেন। আইওএম-এনরুট’র কর্মবিরতি পালনকারী কর্মীদের ৪ দাবিগুলো হল ১. ন্যায্য শ্রম আইন অনুসরণে বেতন সমন্বয়, ২. সাপ্তাহিক ছুটির দিনে কাজের প্রতিদান, ৩. চাকরির নিরাপত্তা-প্রভিডেন্ট ফান্ড গঠন, ৪. বৈষম্যহীন কাজের পরিবেশ নিশ্চিত করণ।

এ বিষ‌য়ে উখিয়া টেকনা‌ফের ‌বিএন‌পি নেতা সা‌বেক সাংসদ ও হুইপ শাহাজাহান চৌধুরী ব‌লেন, তা‌দের দাবী ন‌্যায‌্য। তা‌দের‌কে চাক‌রি থে‌কে ব‌ঞ্চিত করা যা‌বেনা। তি‌নি ব‌লেন, ট্রিপল আর‌সির সা‌থে কথা হ‌য়ে‌ছে। তি‌নি এ বিষয়‌টি গুরু‌ত্বের সা‌থে দেখ‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।