অপরাধ দূর্নীতি

উখিয়ায় বিএনপি নেতাকে ধরতে গিয়ে র‍্যাবের উপর হামলা! পরষ্পর বিরোধী অভিযোগ। 

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ৮:০৭:২৯ প্রিন্ট সংস্করণ

সম্প্রতি বিরোধী দলের ডাকা অবরোধ হরতালের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিরোধী দলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে এক পুলিশ সদস্য ও নিহত হয়।

এরই ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থানায় বিএনপির ৩৫ নেতা কর্মীর বিরুদ্ধে উখিয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রধান আসামী কক্সবাজারের উখিয়ার পাইন্যাসিয়া এলাকার বিএনপি নেতা সুলতান মাহমুদকে গ্রেপ্তারে অভিযান চলাকালে হামলার শিকার হয়েছে র‌্যাব। এ হামলায় র‌্যাবের কয়েকজন সদস্য ও আহত হয় বলে র‍্যাবের বরাত দিয়ে জানা যায়।

 

ঘটনাস্থল (৫ নভেম্বর) রবিবার রাত ১০টার দিকে উখিয়া জালিপালং এর পাইন্যাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা  যায়নি। সুত্র বলছে, রবিবার রাত ১০টার দিকে র‌্যাব ১৫-এর একটি অভিযানিক দল নাশকতা মামলার প্রধান আসামী উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ সময় সুলতান মাহমুদের অনুসারীরা র‌্যাবের ওপর হামলা চালায়।

তবে এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের দাবী র‌্যাবই তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।

এ বিষয়ে র‌্যাব ১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, একটি নাশকতা মামলার প্রধান আসামীকে আমাদের (র‌্যাবের) একটি টিম গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীরা হামলা চালায়। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে । তবে এখন ও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেছেন, র‌্যাবের উপর হামলার ব্যাপারে তারা এখনো কিছু জানেন না।

আরও খবর

Sponsered content