কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং এ গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
(৬ জুন ২০২৫) শুক্রবার সকাল ৮টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ইউনুস (২১) ঐ এলাকার মৃত নাজির হোসেন ও আমেনা বেগমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনুস প্রতিদিনের মতো সকালে ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর বাড়ির পাশের বাঁশঝাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল প্রস্তুত করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিলোনা।নিহতের মা ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের জন্য আবেদন করেছেন। এবিষয়ে আইনলব্যবস্থা প্রক্রিয়াধীন।