ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ

যায়েদুর রহমান, উখিয়া - কক্সবাজার
মার্চ ১৬, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। ব্যস্ত সড়কের পাশে অবস্থিত এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

স্থানীয় অভিভাবকরা জানান, স্কুলের সামনে দিয়ে দ্রুতগতির যানবাহন চলাচল করায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার করা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনই শিশুরা ঝুঁকির মধ্যে স্কুলে আসা-যাওয়া করছে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এক অভিভাবক বলেন, “আমাদের ছোট ছোট সন্তানদের নিয়ে প্রতিদিনই আতঙ্কে থাকি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই, স্কুলের সামনে স্পিড ব্রেকার বা জেব্রা ক্রসিং দেওয়া হোক, যাতে গাড়িগুলো গতি কমিয়ে চলতে বাধ্য হয়।”

স্থানীয়রা জানান, একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে কথা বলা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে উখিয়া উপজেলা প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছেন অভিভাবক ও স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।