উখিয়ায় এসিল্যান্ডের তত্ত্বাবধানে অভিযান ৪ স’মিল জব্দ ও ড্যাম্পার ভর্তি কাঠ আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১১, ২০২৩

 

এন আলম আজাদ কক্সবাজার

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ পৃথক দুটি অভিযানে ৪ টি অবৈধ স’মিল জব্দ ও ৪ ড্যাম্পার গাড়ি ভর্তি অবৈধ কাঠ আটক করেছে। আজ সকাল ১১ টার দিকে রাজাপালং মাদ্রাসা সংলগ্ন ২ টি স’মিল জব্দ করে যন্ত্রাংশ খুলে নিয়ে হেফাজতে নিয়েছে বন কতৃপক্ষ। অপর অভিযান করা হয় কোট বাজার ভালুকিয়া রাস্তার মাথা এলাকায়।সেখানেও ২ টি স’মিল জব্দের তথ্য জানায় বনবিভাগ। জব্দকৃত এ স’মিলে রক্ষিত ৪ টি কাঠ ভর্তি ড্যাম্পারও আটক করেন অভিযানকারী দল।উখিয়ার সহকারী কমিশনার (ভূমি)সালেহ আহমেদের উপস্থিতিতে এবং উখিয়ার বন রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলমের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে সদর বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান,দুছড়ি বিটকর্মকর্তা মোঃ রাকিব হোসেন,থাইংখালী বিট কর্মকর্তা মোঃ বিকাশ দাশ ও ভালুকিয়ার বিট কর্মকর্তা মোঃ সৈয়দ আলম সহ রেঞ্জ ও বিটের বনরক্ষকীরা অভিযানে ছিলেন।উখিয়া থানা পুলিশের একটি দলও বনবিভাগের এ অভিযানে সহযোগিতা দেন।
অভিযান প্রসঙ্গে রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম বলেন,জব্দকৃত স’মিল গুলোর পরিচালকদের বিরুদ্ধে ২০১২ সালের বন আইনের করাতকল বিধিমালায় আইনি ব্যবস্হা নেওয়া হবে।একই সাথে চোরাই কাঠ আটকের ব্যাপারেও বন আইন অনুসরণ করা হবে।তিনি বলেন অবৈধ কাঠ পাচার সহ বন এলাকা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।এক্ষেত্রে তিনি স্হানীয় সচেতনদেরকেও বনবিভাগকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।