সীমান্তবাংলা প্রতিবেদক◾কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে জনৈক নুরু মিয়া, মিজান ও আলীর মাছের প্রজেক্ট থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন মরিচ্যা বাজারের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত। স্থানীয় চেয়ারম্যানের খবরে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
উখিয়া থানার (ওসি) মো: শামীম হোসেন জানান, হলদিয়াপালং চেয়ারম্যানের ফোন পেয়ে মরিচ্যা চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।