
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সাংবাদিক সাগরের পিতা গুরুত্বর অসুস্থ। সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবার।
বেশ কিছু ধরেই নানান অসুস্থতায় ভোগছিলেন ঈদগাঁও প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক, ঐক্য পরিবারের প্রতিষ্ঠাতা এডমিন, সুজন ঈদগাঁওর দপ্তর সম্পাদক, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোটার এম আবু হেনা সাগরের শ্রদ্ধেয় পিতা ব্যবসায়ী মোজাম্মেল হক।
তিনি গত ১৪ফ্রেরুয়ারী দিবাগত রাত আড়াইটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়াস্থ নিজ বাড়ীতে অসুস্থ অবস্থায় নিচে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েন। তাৎক্ষনিক ঈদগাঁও বাজারে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাঁর মাথায় সেলাইয়ের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন। বর্তমানেও তাঁর চিকিৎসা সেবা উন্নতি পর্যায়ে আসেননি।
এদিকে তাঁর সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় সন্তান সংবাদকর্মী এম আবু হেনা সাগর।