নিরুদ্দেশ হয়ো না… আমার কাছ থেকে নিরুদ্দেশ হলে
তুমি নিজের কাছ থেকে নিরুদ্দেশ হয়ে যাবে,
নিজের সাথে চিরদিনের এই বিশ্বাসঘাতকতা,
এটাও হবে কদর্যতম অসততা।
নিরুদ্দেশ হয়ো না… নিরুদ্দেশ হওয়া বড্ড সহজ
একজনকে অন্যজনে পুনরাবির্ভাব অসম্ভব ব্যাপার
মৃত্যু অনেক গভীরে টেনে নামিয়ে আনে,
এমনকিমুহূর্তের জন্য মৃত্যু হলেও তা অনেক দীর্ঘ।
নিরুদ্দেশ হয়ো না… তৃতীয় ছায়াকে ভুলে যাও
ভালোবাসায় কেবল দুজন, তৃতীয় কেউ নেই
শেষ বিচারের দিন আমরা দু’জনই পরিশুদ্ধ হবো
যখন আমাদের হিসাব নিতে শিঙা বাজবে।
নিরুদ্দেশ হয়ো না… আমরা পাপমুক্ত হয়ে গেছি
আমরা আর আইনের কাছে বাঁধা নই, আমরা পাপশূন্য
আমরা অনিচ্ছায় যাদের কষ্ট দিয়েছি
আমরা তাদের ক্ষমা পাবার উপযুক্ত হয়েছি।
নিরুদ্দেশ হয়ো না… মুহূর্তেই নিরুদ্দেশ হতে পারো
তাহলে শতক শতক পেরিয়ে আমাদের দেখা হবে কেমন করে?
তোমার দ্বৈত কারো কি পৃথিবীতে থাকা সম্ভব
কিংবা আমার সত্তার? থাকতে পারে কিঞ্চিৎ আমাদের সমত্মানে।
নিরুদ্দেশ হয়ো না… আমাকে দাও তোমার করতল
এখানেই আমি লিখিত আছি – এটাই আমার বিশ্বাস
কারো শেষ প্রেমকে যে ভয়ংকর করে তোলে
তা প্রেম নয়, তা হারিয়ে ফেলার ভয়।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply