
ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।
সভাপতি: মাওলানা মুহাম্মদ আলী
সেক্রেটারী মাওঃ এআরএম ফরিদুল আলম।
৪ ফেব্রুয়ারি ২৩ সকাল ১০:৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলা শহরের লাবনী পয়েন্টস্থ হোটেল মিশুকের ভিআইপি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার মজলিসে শূরার অধিবেশন ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আইএবি’র সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শুয়াইব এর সঞ্চালনায়, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদুল আলম এর দারসুল কুরআন পাঠ এর মধ্য দিয়ে আরম্ভ হয় অত্র অধিবেশন।
অত্র অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন সাকী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সহযোগী সংগঠন সমুহ ও থানা আইএবি’র গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সমন্বয়ে গঠিত জেলা ইসলামী আন্দোলনের পরামর্শ পরিষদ (মজলিসে শূরা) এর সদস্যবৃন্দ উপস্থিত হয়ে শিক্ষা সিলেবাস, দক্ষ নেতৃত্ব তৈরি ও আগামী জাতীয় নির্বাচন সহ সংগঠনের বিবিধ গুরুত্বপূর্ণ ভবিষ্যত পদক্ষেপ সম্পর্কে সুচিন্তিত মতামত পেশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আউয়াল সাহেব বলেন, মুসলিম অধ্যুষিত জনপদ এই বাংলাদেশে ইসলামী দর্শনকে পরাজিত দর্শন হিসেবে উপস্থাপনে নোংরা মিশনে নেমেছে ভারতীয় বিজেপি সরকারের দোসর ইসলাম বিদ্বেষী এজেন্ট। একের পর এক ধারাবাহিক এসব ইসলাম বিরোধী কার্যক্রম কঠোর হস্তে দমন করতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শক্তিশালী দূর্গ গড়ে তুলতে হবে। সীসাঢালা প্রাচীরের ন্যায় আইএবি’র সর্বস্তরের সকল জনশক্তিকে ইসলাম বিদ্বেষ প্রতিরোধে সদা প্রস্তুত থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি দেলোয়ার সাকী বলেন, বাংলাদেশ সহ পুরো বিশ্বে আজ শান্তির দেখা নাই। অশান্তির তপ্ত রোদে শান্তিলোকের চোরাবালিতে এদেশের মানুষ আওয়ামি লীগ বিএনপির যাঁতাকলে নিষ্পেষিত। এবার মানুষ ভরসা রাখতে চায় হাতপাখায়। এদেশের জনগণ, আমজনতা পীর সাহেব চরমোনাইর হাতেই আগামীর শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশের স্বপ্ন বুনে হৃদয়ে। নীতি প্রণয়নে মানবসত্ত্বার অক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন অনুন্নত নীতিকে উন্নতকরণ কিংবা ভুল সংশোধনের লক্ষ্যে স্বয়ং বাংলাদেশের সংবিধানটি সুবর্ণজয়ন্তীর প্রাক্কালেই সংশোধিত হয়েছে ১৭ বার। এটি জীবন বিধানে মানবসত্ত্বার চরম অক্ষমতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। মূলত, স্থির ও স্থায়ী শান্তি বিধান করতে পারে একমাত্র মহান রব প্রদত্ত সংবিধান মহাগ্রন্থ আল কুরআন। কুরআন সুন্নাহর আলোকে চীর শান্তির নীড় খিলাফাহ রাষ্ট্র গড়তে আপামর জনসাধারণের কর্ণকুহরে ইসলামী সোনালী যুগের স্বপ্নগাঁথা পৌঁছে দিয়ে নতুন দিনের স্বপ্ন দেখানোর উদ্বাত্ত আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দের প্রতি তিনি।
জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ জুনাইদুল ইসলাম এর মায়ের চরম অসুস্থতাজনিত কারণে তিনি উপস্থিত হতে না পারায় তাঁর মুখপাত্র জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ও জেলা আইএবি’র শূরা সদস্য ছাত্রনেতা মোহাম্মদ নেজাম উদ্দিন অধিবেশনে তাঁর পক্ষে বক্তব্য রাখেন। তিনি তৃণমূল ছাত্র আন্দোলনকে সার্বিক সহযোগিতা ও স্নেহ, মমতা ও আন্তরিকতায় ভবিষ্যত বাংলাদেশের মজবুত ও দক্ষ নেতৃত্ব তৈরির আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দের প্রতি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামনের জটিল-কঠিন আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে যথার্থ দক্ষতার পরিচয় দিয়ে নানামুখী সংকট মোকাবিলায় প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, দীপ্ত কণ্ঠ, বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে তৃণমুলকে সাথে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা হবে জেলা আইএবি’র মজবুত শক্তিধর ডানবাহু।
অধিবেশন শেষে প্রধান অতিথি মাওলানা আব্দুল আউয়াল সাহেব আইএবি কক্সবাজার জেলার পূর্ব কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে মাওলানা মুহাম্মদ আলী-কে সভাপতি, জনাব আবুল হাশেম, মাওলানা আব্দুল গফুর ও মাওলানা মুহাম্মদ শুয়াইব কে সহ-সভাপতি, মাওলানা ফরিদুল আলম-কে সেক্রেটারি, প্রভাষক রাশেদ আনোয়ার-কে জয়েন্ট সেক্রেটারি এবং মাওলানা মুহাম্মদ হুসাইন-কে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা ইসমাঈল জাফরকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ সেশনের আংশিক কমিটি ঘোষণা ও শপথ পাঠ করান।
এর পরে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান’র বাকি অংশ শেষে করেন।