আন্তর্জাতিক

ইরানে বিমান বিধ্বস্তে ১৮০ যাত্রীই নিহত

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২০ , ১১:৫৬:১৩ প্রিন্ট সংস্করণ

ঢাকা: ইরানের তেহরানে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ১৮০ আরোহীসহ ইউক্রেনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর সব যাত্রীর মৃত্যু হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) ইরানের স্থানীয় সময় সকালে তেহরানের পারান্দ এলাকায় বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর কারিগরি ত্রুটি দেখা যায় বিমানটিতে। তেহরান থেকে বিমানটি ইউক্রেনের রাজধানী কিভে যাচ্ছিলো।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এখন পর্যন্ত বিষয়টি পরিস্কার নয় যে এটি শুধু দুর্ঘটনা নাকি যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের সঙ্গে এর কোন সম্পর্ক আছে।

এর আগে বুধবার সকালের দিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর থেকে কঠোর প্রতিশোধের হুমকির মাঝে এই হামলা চালালো তেহরান।

টিনিউজ/এইচঅার

আরও খবর

Sponsered content