
ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট ;
পাকিস্তানের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সম্প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পিইএমআরএ।
এক বিবৃতিতে পিইএমআরএ বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছেন। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। এর আগে পাকিস্তানে আলোচিত তোশাখানা মামলায় ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তাঁর লাহোরের বাসভবনের সামনে গতোকাল (৫মার্চ) রবিবার সমবেত হয় হাজারো সমর্থক।
সরকারি উপহার কেনা ও বেচা সংক্রান্ত তোশাখানা মামলার শুনানিতে আদালতে উপস্থিত না হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের জন্য তার বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। গতোকাল রবিবার (৫ মার্চ) পাঞ্জাব পুলিশকে সঙ্গে নিয়ে ইসলামাবাদ পুলিশের বিশেষ একটি দল ইমরানকে গ্রেপ্তারে লাহোরের জামান পার্ক বাসভবনে যায়।
এদিকে পাকিস্তান পুলিশের পক্ষ থেকে একটি টুইট বার্তায় জানানো হয়, ইমরান খান গ্রেপ্তার এড়াতে বাড়ি থেকে সরে গেছেন। এক পুলিশ কর্মকর্তা তার কক্ষে গেলেও তাকে পাওয়া যায়নি।