আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভুমিকম্প || নিহত ৩৫

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৭:৫৭:১০ প্রিন্ট সংস্করণ

সীমান্তবাংলা ডেস্কঃ

ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে শক্তিশালী এক ভূমিকম্পে প্রাণ হারিয়েছে অন্তত ৩৫ জন। শুক্রবার ভোরে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে ৬০০ এরও বেশি মানুষ আহত হয়েছে।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো  মাজেনে শহর থেকে ছয় কিলোমিটার উত্তরপূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কবলে অন্তত ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

প্রশান্ত মহাসাগরের রিং অব ভলকানো-র ওপর অবস্থিত ইন্দোনেশিয়া। অর্থাৎ, ভৌগোলিক কারণেই ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায়ই দেশটিতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। আর তাতে শত শত মানুষের মৃত্যু হয়।

শুক্রবার সকালে সুলায়েসি দ্বীপের ভূমিকম্পে মাজেনে শহরের উত্তরাঞ্চলে একটি হাসপাতালের ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে বহু রোগী ও হাসপাতাল কর্মী। আরিয়ান্তো নামের এক উদ্ধারকর্মী জানান, ‘হাসপাতালটি ভেঙে পড়েছে আর রোগী ও কর্মীরা আটকা পড়েছে। আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

এর আগে  ২০১৮ সালে সুলায়েসি দ্বীপের পালু শহরে আরেকটি ৬.২ মাত্রার ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে শত শত মানুষের মৃত্যু হয়।

( সীমান্তবাংলা/ শা ম/ ১৫ জানুয়ারী ২০২১)

আরও খবর

Sponsered content