দরজা খোলা আজীবন
——————ইউসুফ বিন ফরিদ
এক যুগ অতিবাহিত
এখনো স্বপ্নরা কাঁদে বিরতিহীন,
পূর্ণিমাতেও অমাবস্যার অন্ধকার।
ছন্নছাড়া অবহেলিত জীবন বিষাদময়,
রূপিত প্রেমের চারায় সেচের ঘাটতি,
ভালোবাসার সেচ।
খরান্বিত মনে চর জেগেছে বালির,
তুমিহীন এবুকের লোম বিরহিত
কালো লোমে সাদা রঙের আবরণ,
তোমার স্পর্শের খরায়।
চামড়ায় যেনো বাসি রুটির খিটখিটে ছাপ,
তোমার স্পর্শের অভাব।
বয়স বুঝি বেড়েই গেলো!
চুলদাড়ি তার জ্বলন্ত প্রমাণ,
কালো গোলাপের বাগানে যেনো
হাসনাহেনা ফুটেছে।
আমি চিরতরুণ রবো
তুমি ফিরে আসবে,
মরুভূমি সতেজ হবে
পুষ্পিত আলো ছড়াবে মন বাগান।
———————২৯-১২-২০২০
—-সীমান্তবাাংলা/ ২৯ ডিসেম্বর ২০২০
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।