শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
কক্সবাজারে বৃষ্টির রেকর্ড ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের মৃ’ত্যু কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃ’ত্যু প্রতিষ্টাতা কমিটির উদ্যোগে রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত  নরসিংদীতে অনির্দিষ্টকালের জন্য জনতা জুটমিল বন্ধ ঘোষণা নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার উখিয়ায় কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন উখিয়ায় অরক্ষিত গ্যাস সিলিন্ডার বিক্রির হিড়িক, আইনের কোন বালাই নাই সিলেটে বিমান থেকে উখিয়ার সালাউদ্দিন র‍্যাবের হাতে আটক।  বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও গতিধারা নতুন করে বিনির্মাণ করতে হবে ” মুহাম্মদ শাহজাহান
ইউএনও ও ইমা‌মের ম‌ধ্যে সুরাহা

ইউএনও ও ইমা‌মের ম‌ধ্যে সুরাহা

ইউএনও ও ইমামের বিষয়টি সমাধান হয়েছে। ডিসি মহোদয় আজ মাগরিব থেকে ইমামকে নামাজ পড়াতে বলেছেন। পরবর্তীতে কেউ হুমকি-ধমকি দিলে জেলা প্রশাসককে অবহিত করতে বলেছেন।”

শুক্রবার ভাটরা কাছারী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান ইউএনও। তিনি গিয়ে ইমামের পেছনে (মুয়াজ্জিনের স্থানে) দাঁড়ান। তখন ইমাম ও মুয়াজ্জিন তাকে একটু সরতে বলেন।

নামাজের পর ইউএনও ইমাম ও মুয়াজ্জিনকে মসজিদের দক্ষিণ পাশের সরকারি পুকুরের পাড়ে ডেকে নেন। সেখানে দীর্ঘসময় ধরে তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে ইউএনও পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির একজনকে ডেকে আনেন এবং ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এরপর ইমাম মাওলানা আবুল বাশার আর মসজিদে যাননি।

বিষয়টি নিয়ে রোববার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান সব পক্ষকে ডাকেন। তিনি সবার বক্তব্য শোনেন। পরে বিষয়টি তিনি সমঝোতা করে দেন।

এ সময় সেখানে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ, ইউপি সদস্য গোলাপ হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ক্বারি আবদুর রশিদ, সেক্রেটারি জহিরুল ইসলাম।

ইমাম মাওলানা আবুল বাশার বলেন, “নামাজ শুরুর আগে ইমামের পিছনে মোয়াজ্জিন থাকেন। তখন পিছনে অন্য একজনকে দেখে একটু সরতে বলি। পরে জানতে পারলাম উনি ইউএনও। তখন আমি ওনার কাছে সরি বলি। পরে উনি আমাকে পুকুরে চোবাবেন বলছেন। পরে আমাকে চাকরিচ্যুতির কথা জানানো হয়।

বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের নিয়ে বসা হয়। ইউএনও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমি মসজিদে ইমামতিতে যোগদান করি। আমি ডিসি স্যারের তাৎক্ষণিক এমন ব্যবস্থায় সন্তুষ্ট”, যোগ করেন ইমাম।

সীমান্তবাংলা/মউ/১২টা/১৫অ‌ক্টো২৩

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions