শাহীন মঈনুদ্দীনঃ আর একদিন পরই কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচন। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক এলাকা হওয়ায় এ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততোই যেনো প্রার্থীদের মাঝে উদ্বেগ উৎকন্ঠার শেষ নেই। কে হতে যাচ্ছেন ৯ নম্বর ওয়ার্ডের স্বপ্নদ্রষ্টা। কে হবে কুতুপালং এর কান্ডারী।
বলাবাহুল্য গতো ২৪ জুলাই শুক্রবার, কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউ পি সদস্য বখতেয়ার আহমদ কে টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ওসি (বর্তমানে কারান্তরীন) প্রদীপের হাতে ক্রসফায়ারের শিকার হয়ে নিহত হওয়ায় ঐ সদস্য পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।
ঠিক ঐ উপনির্বাচনে বাবার পক্ষ হয়ে ইউ পি সদস্য পদে জয়ী হতে জনগনের আস্থা অর্জন করে নির্বাচনে অংশ নিচ্ছেন নিহত বখতেয়ার মেম্বারের ছেলে হেলাল উদ্দীন।
তবে স্থানীয় জনসাধারন বলছে বাবার মৃত্যু হেলালের জন্য জয়ী হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপুর্ন যোগসুত্র।
কেউ কেউ বলছে অন্য প্রার্থী আব্দুল হকের ও বিরাট একটা জনসমর্থন রয়েছে, স্থানীয় সচেতন ব্যক্তি, জনদরদী, শিক্ষিত সমাজের প্রতিনিধি হিসেবে। এখন দেখার বিষয় হলো ২০ তারিখ আসলেই কি ঘঠতে যাচ্ছে। উখিয়ার সর্বসাধারনের চোখ এখন কুতুপালং এর নির্বাচনের দিকে।
( সীমান্তবাংলা/ ১৮ অক্টোবর ২০২০)