আমেরিকার পশ্চিমাঞ্চলে সৃষ্ট দাবানলে নিহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩০ জনে । কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ গনমাধ্যম বিবিসি।
জানা গেছে, গত তিন সপ্তাহ ধরে দাবানলের আগুনে পুড়ছে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বিভিন্ন শহর। ইতোমধ্যে দাবানলের কারণে লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। দাবানলে যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলের কয়েক মিলিয়ন একর জমি পুড়ে গেছে এবং ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়ি-ঘর।
কর্মকর্তারা জানিয়েছেন , যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। এই দাবানলে ব্যাপক প্রাণহানির শঙ্কাও প্রকাশ করেছেন ওরেগন রাজ্যের কর্মকর্তারা ।
সীমান্তবাংলা নিউজ ডেস্ক/ ম শা/ ১৪/৯/২০২৯
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।