
ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট ;
৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠল তুরষ্ক। (২৭ ফেব্রুয়ারি) সোমবার তুরষ্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মালাতিয়ায় এ ভূমিকম্প আঘাত হানে। তুরষ্কে ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে উদ্ধার অভিজান চলাকালীন সময়ে মরার উপর খাড়ার ঘা হিসেবে আঘাত হানলো এ ভূমিকম্প।
আজকের এই ভূমিকম্পে আল আরাবিয়া নিউজের তথ্যমতে প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর কথা বলা হলেও পরে তারা একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, তুরস্কের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। তবে ইএমএসসি এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ মাত্রার ছিল বলে জানিয়েছিল। পরবর্তীতে তা সংশোধন করে ৫ দশমিক ২ মাত্রার কথা জানিয়েছে সংস্থাটি। ভূকম্পন নির্নয় সংস্থা আফাদ বলেছে, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।