সীমান্তবাংলাঃ সালমান-ক্যাটরিনার রসায়ন দর্শক টানে। তাদের প্রায় সব ছবি বক্স অফিসে সাড়া ফেলেছে। আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে।
টাইগার থ্রি নামে ছবিটি পরিচালনা করছেন মনীশ শর্মা। নতুন বছরের মার্চে এই ছবির কাজ শুরু হবে। খবর এবিপির।
সালমানের সঙ্গে আবারও জুটি প্রসঙ্গে ক্যাটরিনা জানান, টাইগার’ ছবির ‘জোয়া’ অন্যসব চরিত্র থেকে আলাদা। আশা করছি, এবারের ছবিটিও আরও দর্শকপ্রিয়তা পাবে।
জানা গেছে, শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’-এর চিত্রায়ণ শেষ হলেই ‘টাইগার থ্রি’ ছবির কাজ শুরু করবেন পরিচালক মনীশ। কারণ, শাহরুখের এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান। তাই ‘টাইগার থ্রি’ ছবির দৃশ্যধারণ শুরু হবে আগামী মার্চের মাঝামাঝি।
টাইগার থ্রি ছবির শুটিং হবে মুম্বাই ও মধ্যপ্রাচ্যে। ছবির প্রথম এবং শেষ ভাগের চিত্রায়ণ হবে মুম্বাইতে আর মাঝের কিছু অংশের চিত্রায়ণ হবে মধ্যপ্রাচ্যের নানা দেশে।
এর আগে টাইগার সিরিজের ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ছিলেন তারা।
সবশেষ গত বছর ‘ভারত’ ছবিতে জুটি বেধে কাজ করেন তারা।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply