বিবিধ

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে দু গ্রুপের গুলাগুলি || নিহত -১ আহত- ১০

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৫:৫১:৫১ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ১ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত ব্যাক্তির নাম নুর হাকিম (২৭)। সে টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আলীর ছেলে। আহতদের এখনো পরিচয় জানা যায়নি।

রোববার (১০ জানুয়ারি) ভোর রাত ৩টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে
কক্সবাজারের ১৬ (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এসপি তারিকুল জানান, ভোররাতে টেকনাফের চাকমারকূল ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

( সীমান্তবাংলা/ শা ম/ ১০ জানুয়ারী ২০২১)

আরও খবর

Sponsered content