
ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ ৪ অক্টোবর রবিবার ভোরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।
এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০-১২ জন, তাদেরকে ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন, সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে এমন সংঘর্ষের ঘটনা নতুন নয়। এ ধরনের ছোট বড় ঘটনা প্রতিনিয়ত ঘটে বলে দাবি তাদের।
মিয়ানমারেরর সামরিক জান্তার গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালে সাত লাখের বেশি রোহিঙ্গা নাগরিক মিয়ানমার থেকে কক্সবাজারের বিভিন্ন শরনার্থী ক্যাম্পে এসে আশ্রয় নেয়।
(সীমান্তবাংলা/ শা ম/ ৪ অক্টোবর ২০২০)