ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ২ জন নিহত

News Desk
অক্টোবর ৪, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ ৪ অক্টোবর রবিবার ভোরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।
এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০-১২ জন, তাদেরকে ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন, সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে এমন সংঘর্ষের ঘটনা নতুন নয়। এ ধরনের ছোট বড় ঘটনা প্রতিনিয়ত ঘটে বলে দাবি তাদের।

মিয়ানমারেরর সামরিক জান্তার গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালে সাত লাখের বেশি রোহিঙ্গা নাগরিক মিয়ানমার থেকে কক্সবাজারের বিভিন্ন শরনার্থী ক্যাম্পে এসে আশ্রয় নেয়।

(সীমান্তবাংলা/ শা ম/ ৪ অক্টোবর ২০২০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।