বিবিধ

আজ আন্তর্জাতিক আদিবাসি দিবস, কক্সবাজারে নানা কর্মসূচী

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ১১:৫০:২২ প্রিন্ট সংস্করণ

 

সংবাদ বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক আদিবাসি দিবস আজ বুধবার (০৯ আগস্ট)। এ উপলক্ষ্যে কক্সবাজারে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার সম্মুখে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, র‌্যালী ও বিক্ষোভ মিছিল।

বাংলাদেশ আদিবাসি ফোরাম কক্সবাজার জেলা শাখা ও আদিবাসি ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। উদ্বোধন করবেন বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্য পরিষদের সাধারণ সম্পাদক মং এ খেন মংমং। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজারের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।

উক্ত কর্মসূচীতে উপস্থিত হয়ে সফল করার জন্য বিনীত অনুরোধ করেছেন বাংলাদেশ আদিবাসি ফোরাম কক্সবাজারের সভাপতি থোই অং ও সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন।

আরও খবর

Sponsered content