বিভৎস দাবানলে পুড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের যেসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে সেসব এলাকায় লুটপাটের চলছে। বাধ্য হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ কারফিউ জারি করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। লুটপাটের প্রচেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির সরকারি কর্মকর্তারা ভয়াবহ দাবানলের পর বাড়িঘর থেকে যারা চুরি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জোর দিয়ে বলছেন যে আইন লঙ্ঘনকারীদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি বোর্ড অফ সুপারভাইজার্সের সদস্য ক্যাথরিন বার্গার স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “জরুরি অবস্থার মধ্যেও আমরা সবাই এমন ব্যক্তিদের দেখেছি যারা বাড়িঘরে চুরি ও লুটপাটের মাধ্যমে দুর্বল সম্প্রদায়গুলোকে লক্ষ্যবস্তু করছে। এটি একেবারেই অগ্রহণযোগ্য।