সীমান্তবাংলা প্রতিবেদক ■ বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় হিজরি ১৪৪৫ মতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেমতে সোমবার ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বিষয়টি গনমাধ্যমে জানিয়েছেন।
জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
শনিবার, ৮ জুন থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আসছে ১৭ জুন (১০ জিলহজ) সোমবার বাংলাদেশে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। দর্লভ ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে মুসলিমরা আল্লাহর একত্ববাদে সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কুরবানি করেন।
জানা যায়, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আসছে ১৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের এ ঘোষণায়, সৌদির আকাশে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। অতএব ১৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। আর নিয়মানুসারে ১৫ জুন পবিত্র আরাফাত দিবস পালিত হবে।
সীমান্ত বাংলা/এমইউ/৮জুন২৪