আইপিএলের ফাইনালে মুখোমুখি মুম্বাই-দিল্লি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান  প্রিমিয়ার লিগে (আইপিএল) ফাইনালে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার (১০ নভেম্বর) দুবাইয়ে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই। এখন পর্যন্ত চারবার ট্রফি ঘরে নিয়েছে তারা। এবার তাদের লক্ষ্য পঞ্চম শিরোপা জয়ের। এদিকে প্রথমবারের মতো আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। তবে চলতি আসরের তিনটি তো বটেই সবশেষ ৭ ম্যাচের পাঁচটিতেই মুম্বাইয়ের কাছে হেরেছে দিল্লি। তাই পরিসংখ্যানের দিক দিয়ে পূর্ণ আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে রোহিত শর্মার দল।
অন্যদিকে কখনো ফাইনালে না খেলা দিল্লি চাইবে নতুন ইতিহাস গড়তে। টপ অর্ডারে তাদের চিন্তার কারণ পৃথ্বী শ’র অফ ফর্ম। তাই আসরে দুই সেঞ্চুরি হাঁকানো শিখর ধাওয়ানেই ভরসা রাখতে চাইবেন অধিনায়ক শ্রেয়াস আইয়্যার।