প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৮:৩৫:২১ প্রিন্ট সংস্করণ
সীমান্তবাংলা ডেক্স : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
রবিবার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। বিনতা মাহবুব জানান, তার স্বামী সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে।
গত ৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর গত ১৮ সেপ্টেম্বর ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/ইবনে যায়েদ