এম.এ আজিজ রাসেল:
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে হাঁড়ি রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে শহরের ঝাউতলা এলাকার আজমীর হোটেল এন্ড রেস্টুরেন্ট কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ৫ হাজার টাকা, হক সেনেক্স কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ২ হাজার টাকা ও সুগন্ধা পয়েন্ট এলাকার হাঁড়ি রেস্টুরেন্ট কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ঝাউতলা ও সুগন্ধা এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে ব্যবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।
(সীমান্তবাংলা/R.M.R/২১ জানুয়ারি ২০২১ ইং)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply