ঢাকাবৃহস্পতিবার , ২১ জানুয়ারি ২০২১
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য; কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

News Desk
জানুয়ারি ২১, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

এম.এ আজিজ রাসেল:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে হাঁড়ি রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে শহরের ঝাউতলা এলাকার আজমীর হোটেল এন্ড রেস্টুরেন্ট কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ৫ হাজার টাকা, হক সেনেক্স কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ২ হাজার টাকা ও সুগন্ধা পয়েন্ট এলাকার হাঁড়ি রেস্টুরেন্ট কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ঝাউতলা ও সুগন্ধা এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে ব্যবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।

(সীমান্তবাংলা/R.M.R/২১ জানুয়ারি ২০২১ ইং)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।